যে সব কারণে গোসল ফরয হয়।

যে সব কারণে গোসল ফরয হয়

১.নারী-পুরুষের মিলন হলে।
২.স্বপ্নদোষে বীর্যপাত হলে।
৩.মেয়েদের হায়িয ও নিফাস শেষ হলে।
৪.উত্তেজনা বশত বীর্যপাত হলে।
৫.ইসলাম গ্রহণ করলে।

(সহিহুল বুখারী,সহিহ মুসলিম,মিসকাত ৪৭-৪৮ পৃষ্ঠা)

সূত্রঃ মাসনুন সালাত ও দু’য়া শিক্ষা,মুহাম্মাদ শহিদুল্লাহ খান মাদানী।