ওযু ভঙ্গ হওয়া ও না হওয়ার কারণ সমূহ।

যে সব কারণে ওযু ভঙ্গ হয়

১.মল-মূত্রের দ্বার দিয়ে কিছু বের হলে।
২.বাতকর্ম ঘটলে।
৩.শোয়া অবস্থায় গভীর নিদ্রা গেলে।
৪.যে সব কাজ করলে গোসল ফরয হয়।


৫.উটের গোশত খেলে।
৬.পর্দাহীন অবস্থায় গুপ্তাঙ্গে হাত লাগলে।
৭.জ্ঞানহারা হয়ে গেলে।
৮.মযী (বীর্যের পূর্বে তরল আঠা জাতীয়)বের হলে।
৯.মেয়েদের হায়েয-নিফাস শুরু হলে।

(সহিহুল বুখারী,সহিহ মুসলিম ও সুনানে আরবাআ,মিসকাত ৪০-৪১ পৃষ্ঠা)

যে সব কারণে ওযু ভঙ্গ হয় না

১.শরীরের যে কোন ক্ষতস্থান হতে কম বা বেশী রক্ত বের হলে।
২.বমি হলে।
৩.নামাযে বা নামাযের বাইরে উচ্চস্বরে হাসলে।
৪.মৃত ব্যক্তিকে গোসল বা বহন করলে।

(সহিহ ফিকহুস সুন্নাহ-১/১৪১-১৪২ পৃষ্ঠা)
(সহিহুল বুখারী ১ম খণ্ড-২৯ পৃষ্ঠা)

*তবে এসব ক্ষেত্রে ওযু করা মুস্তাহাব।

সূত্রঃ মাসনুন সালাত ও দু’য়া শিক্ষা,মুহাম্মাদ শহিদুল্লাহ খান মাদানী।