সূরাহ আল-ফাতিহাহ
( আয়াতঃ ০৭,রুকুঃ ০১,মাক্কী সূরা )
পরম করুনাময় ও দয়ালু আল্লাহ্র নামে
১) সকল প্রশংসা আল্লাহ্র জন্য,যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা ।
২) যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু ।
৩) যিনি কর্মফল দিবসের মালিক ।
৪) আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য কামনা করি ।
৫) আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর ।
৬) সেই সকল লোকের পথ,যাদেরকে তুমি অনুগ্রহ ও নিয়ামত দান করেছ ।
৭) তাদের পথ নয়, যারা গযবপ্রাপ্ত ও পথভ্রষ্ট ।
Surah Al-Fâtihah
Total Verses: 7,Revealed at: Makkah
In the name of Allah, the beneficent and the merciful
1. All praise unto Allah, Lord of all the worlds.
2. The most Affectionate, The Merciful.
3. Master of the Day of Requital.
4. We worship You alone, and beg You alone for help.
5. Guide us in the straight path.
6. The path of those whom You have favoured.
7. Not of those who have earned Your anger and nor of those who have gone astray.
✼ Join us on Facebook: Fans of ISLAM