কোন কোন ব্যক্তি মেয়ের অভিভাবক হওয়ার যোগ্য?



কোন কোন ব্যক্তি মেয়ের অভিভাবক হওয়ার যোগ্য?

নিম্নোক্ত ব্যক্তিগন ধারাবাহিকভাবে মেয়ের অভিভাবক হতে পারেনঃ

১. মেয়ের পিতা।
২. পিতার পক্ষ হতে অসিয়তপ্রাপ্ত কোন ব্যক্তি।
৩. মেয়ের দাদা(নানা নয় কারন তিনি মায়ের পক্ষের,মায়ের পক্ষের কেউ অভিভাবক হতে পারবে না)।
৪. প্রস্তাবিতা মহিলার ছেলে (যদি থাকে)।
৫. প্রস্তাবিতা মহিলার ছেলের ছেলে (যদি থাকে)।
৬. প্রস্তাবিতা মহিলার আপন ভাই।
৭. প্রস্তাবিতা মহিলার পিতার পক্ষের ভাই।
৮. প্রস্তাবিতা মহিলার আপন চাচা।
৯. প্রস্তাবিতা মহিলার পিতার পক্ষের চাচা।
১০. ৮ ও ৯ এ উল্লেখিত চাচাদের ছেলে।
১১. অতঃপর প্রস্তাবিতা মহিলার পিতার পক্ষের নিকট আত্মীয় স্বজন।
১২. যদি উপরিউক্ত কেউ না থাকে তবে শাসক অথবা ইসলামী রাষ্ট্রের সরকারী দায়িত্বশীল ব্যক্তি।

সূত্রঃ নারীদের জন্য অভিভাবকের অনুমতি বা সম্মতি ছাড়া বিয়ে করা কি বৈধ?
লেখকঃ মুহাম্মাদ আকমাল হুসাইন।