সূরাহ আল-ক্বাদর
( আয়াতঃ ০৫,রুকুঃ ০১,মাক্কী সূরা )
পরম করুনাময় ও দয়ালু আল্লাহ্র নামে
১. আমি কুরআনকে ক্বাদরের রাতে নাযিল করেছি,
২. তুমি কি জান ক্বাদরের রাত কি ?
৩. ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,
৪. এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়।
৫. (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।
Surah Al-Qadr (The Blessed of Valuable)
Revealed at: Makkah
Total Verses: 5
ALLAH in the name of The Most Affectionate, the Merciful
1. Undoubtedly, We sent it down in the blessed and valuable night.
2. And what you know, what the blessed night is?
3. The blessed and valuable Night is better than a thousand months.
4. Therein descend angels and Jibril (the Spirit) by the command of their Lord for every affair.
5. That is all peace till the rising of the dawn.
❏ আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। নাবী (সাঃ) বলেন,“তোমরা লাইলাতুল ক্বাদরকে রামজানের শেষ দশ দিনের বিজোড় রাতে তালাশ কর।” - [ বুখারি, মুসলিম, তিরমিজী, আহমাদ ]
❏ আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ক্বাদর রাতে ইবাদত করে, তার পূর্বাপর সমস্ত গুনাহ মার্জনা করে দেয়া হয়।” - [ বুখারি, মুসলিম ]
লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফযীলাতঃ
❏ আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ক্বাদর রাতে ইবাদত করে, তার পূর্বাপর সমস্ত গুনাহ মার্জনা করে দেয়া হয়।” - [ বুখারি, মুসলিম ]
লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফযীলাতঃ
(১) এ রাতে আল্লাহ তা‘আলা পুরা কুরআন কারীমকে লাউহে মাহফুয থেকে প্রথম আসমানে নাযিল করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে, এ রাতেই কুরআন নাযিল শুরু হয়। পরবর্তী ২৩ বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র উপর অবতীর্ণ হয়।
(২) এ এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।
(৩) এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমাত বর্ষণ করতে থাকে।
(৪) এটা শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শুনায়।
(৫) এ রাতের ফাযীলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়। যার নাম সূরা কদর।
(৬) এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়া হয়।